1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
ময়মনসিংহের ভালুকায় গফরগাঁও বোরো ধান ক্ষেতে ব্লাস্ট রোগে শীষ মরা কৃষকরা দিশেহারা  
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কসবায় বিএসএফের এলোপাথাড়ি গুলিতে বাংলাদেশি যুবক নিহত! চট্টগ্রামের বাঁশখালীতে ৩ হাজার পিস ইয়াবা সহ আটক ১ঃ মাদক পরিবহনে নিয়োজিত মোটর সাইকল জব্দ ট্রেনঃ পৃথিবীর সবচেয়ে আন্ডাররেটেড ঘাতকের রহস্য এবং “হ্যাবিচুয়াল কনফিডেন্স” চট্টগ্রামে ১৪ পিছ বিদেশী স্বর্নের বার সহ আটক ১ সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে ছেড়ে দিয়েছে আদালত আওয়ামীলিগের সময়ে আওয়ামীলিগের নেতা , বিএনপির সময়ে বিএনপির নেতা সেজে প্রভাব বিস্তার করার চেষ্টা ! নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এলজিইডি কুমিল্লার মতবিনিময় কলেজ ছাত্র আব্দুল আলীম হত্যার প্রতিবাদে মানববন্ধন ! সাভারে বিরুলিয়ায় নিহত নারী ছিলেন অন্তঃসত্ত্বা : স্বামী গ্রেফতার । ফেসবুকে মানহানিকর লেখা প্রচারের অভিযোগ এনে এক কোটি টাকার মানহানি এবং হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

ময়মনসিংহের ভালুকায় গফরগাঁও বোরো ধান ক্ষেতে ব্লাস্ট রোগে শীষ মরা কৃষকরা দিশেহারা  

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ১১.০৮ পিএম
  • ১৭৪ বার পঠিত

ইসমাইল হোসেন, ময়মনসিংহ  প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা ও গফরগাঁওয়ে বোরো ধানের আবাদে ‘নেক ব্লাস্ট’ রোগ দেখা দিয়েছে । ফলে ধানের শীষ মরা বাড়ছে ব্লাস্ট রোগের কারণে । এই অবস্থায় ভুক্তভোগী কৃষকরা দিশেহারা পড়েছে।যে সকল বোরে ধানের ক্ষেতে ব্লাস্ট আক্রমন করেছে সেসবজমির ধান গুলো দুরথেকে দেখলে মনে হবে সোনারাঙা ধানে দোল খাচ্ছে। কিন্তু কাছে গেলে দেখা যায সোনারাঙাধান নয়, বরং ধান গাছ গুলো অনেকটাই পুড়ে গেছে।

ধানের শীষ সাদা হয়ে ধান চিটা হয়ে যাচ্ছে।এদিকে গফরগাঁও উপজেলা

কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর ২০ হাজার ৮ শ’ ১০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। গত বছর এর লক্ষমাত্রা ছিল ২০ হাজার ৮শ’ ৩৫ হেক্টর। এ বছর সেচ সংকট সহ ৫ শতাধিক হেক্টর জমিতে বোরো আবাদ কম হয়েছে।

উপজেলার বার বাড়িয়া ও রাওনা ইউনিয়নের কৃষক ফরিদ আহমেদ, এনামুল হক, নিজাম উদ্দিন বলেন ব্লাস্ট রোগ এভাবে বাড়তে থাকলে অনেক জমি ব্লাস্ট আক্রান্ত হবে। উক্ত বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, এখন পর্যন্ত৭হেক্টর জমি ব্লাস্ট আক্রান্ত হয়েছে।

কৃষি অফিস থেকে ব্লাস্ট রোগের সতর্র্কীকরণের জন্য অনেক আগে থেকেই উঠান বৈঠক করে কৃষকদের পরামর্শ দিয়েছেন।তারপরও যে সকল জমিতে এ রোগ দেখা যাচ্ছে তা তদারকির পাশাপাশি আর যাতে অন্য জমিতে না ছড়ায় তার জন্য মাঠে থেকে কাজ করার জন্য উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

অপর দিকে ভালুকা উপজেলা কাঠাঁলী গ্রামের প্রয়াত ওমর আলী শেখের ছেলে জনাব খোশের্দ আলম বলেন বোরো ধানের শীষ মরা যাচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews