ইসমাইল হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে আবদুল কাইয়ুম (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ কান্দাপাড়ায় সকাল সাড়ে ৮ টায় ধান ক্ষেতের পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। সে চরমছলন্দ মড়লপাড়া এলাকায় সুলাইমান মন্ডলের ছেলে এবং চরআলগী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার।
জানা যায়, গত মঙ্গলবার রাতে গ্রাম্য বাজার থেকে সবজি আনতে গিয়ে আবদুল কাইয়ুম মেম্বার নিখোজ হয়। বুধবার সকালে তার লাশ ধান ক্ষেতে পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশ কে খবর দেয়। পরে ওসি ফারুক আহমেদ পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, নিহতের শরীরের কোনো আঘাতের চিহ্ন ছিল না।
ধারণা করা হচ্ছে, সে হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ নিহত পরিবারের বরাত দিয়ে বলেন, নিহত ব্যাক্তি দীর্ঘদিন ধরে হার্টের অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের অনুরোধে দাফনে জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy