ইসমাইল হোসেন, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স কল্যাণ শেডে জেলার সকল পর্যায়ের প্রায় শতাধিক পুলিশ সদস্যের অংশ গ্রহণে মার্চ ২০২৩ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পুলিশের অভিভাবক সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয় ।
এছাড়াও কল্যাণ সভায় জেলা পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং পুলিশ হাসপাতালের চিকিৎসক মহোদয় উপস্থিত ছিলেন।
সভায় জেলা পুলিশে সদস্যদের দৈনন্দিন বিবিধ সুবিধা-অসুবিধা সম্পর্কিত নানা বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই মমমম অবস্থায় মৃত্যুবরণকারী ড্রাইভার কন্সটেবল আরিফুর রহমান-এর পরিবারকে নগদ চার লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
চলমান তাপদাহের মধ্যে যাতে পুলিশ সদস্যরা ডিউটি করতে গিয়ে অসুস্থ হয়ে না পড়ে সেই লক্ষ্যে তাদের বিভিন্ন স্বাস্থ্য-উপদেশ প্রদান করা হয়। ঈদ উপলক্ষে ছুটিতে গমণের ক্ষেত্রে ব্যক্তিগত মোটরসাইকেলে ভ্রমণ করার ব্যাপারে কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আসন্ন গ ফিতর উপলক্ষে জেলার সকল সড়ক-মহসড়কে যানজট নিরসন ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে যে দায়িত্ব জেলা পুলিশ পালন করবে তা নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালন করতে নির্দেশনা প্রদান করা হয়।পুলিশলাইন্সে ফোর্সের খাবারের মান নিয়েও পুলিশ সুপার মহোদয় সংশ্লিষ্ট সকলকে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও, কল্যাণ সভায় মার্চ ২০২৩ মাসের সার্বিক অভিযানিক সাফল্যের উপর ভিত্তি করে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে সদর সার্কেলের অতিরক্ত পুলিশ সুপার জনাব শাহীনুল ইসলাম ফকির, শ্রেষ্ঠ থানা হিসেবে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ শাহ কামাল আকন্দ, পিপিএম(বার), শ্রেষ্ঠ এস আই হিসেবে কোতয়ালি থানার এস আই(নি:মো: আলাউদ্দিন, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে সার্জেন্ট গোলাম মোস্তফা, শ্রেষ্ঠ এএসআই হিসেবে কোতয়ালি মডেল থানার এএসআই(নি:) আমির হামজা, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলমারী অফিসার হিসেবে ভালুকা থানার এএসআই(নি:) পাইলট ভৌমিক এবং শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো: মাহমুদুল হাসান পুরস্কার লাভ করেন। এছাড়া, গুরুত্বপূর্ণ মামলার সফল তদন্ত কার্যক্রমের জন্য হালুয়াঘাট থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব শেখ জহিরুল ইসলাম মুন্না ও কোতয়ালি থানা, ফুলপুর থানা ও জেলা গোয়েন্দা শাখার একঝাঁক চৌকষ অফিসার ও তাদের টীমকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। কল্যাণ সভা শেষে দুপুর ১৪:৩০ ঘটিকায় জেলা পুলিশ সুপার মহোদয়ের সম্মেলন কক্ষে মার্চ ২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তা ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সকলথানার মাসিক পার ফরম্যান্স সবিস্তারে আলোচনার পাশাপাশি আসন্ন ঈদ উপলক্ষে সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ জনাব চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বিপি এম (বার), পিপিএম মহোদয় কর্তৃক প্রদত্ত গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ সকলকে অবহিত করা হয়। পাশাপাশি, জেলার সার্বিক আইন-শৃঙখলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে করণীয় ও বর্জনীয় বিভিন্ন বিষয়াদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
ময়মনসিংহ রেঞ্জ অফিসে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ জেলা, শ্রেষ্ঠ সার্কেল ও শ্রেষ্ঠ এস আই-এর পুরস্কার লাভ করায় সম্মানিত পুলিশ সুপার মহোদয় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপিন করেন এবং অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনকরার নির্দেশ প্রদান করেন পুলিশ কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy