ইসমাইল হোসেন, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ডিবির অভিযানে ইজিবাইক চুর ডাকাতসহ১০ জনকে গ্রেফতার হয়েছে। এ সময় চোরাই ইজিবাইক, মোবাইল ও দেশীয় বিভিন্ন ধরণের অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতিও অস্ত্র আইনে পৃথক মামলা হয়েছে। মামলা সুত্রে জানা গেছে, অটো চালক শাহজাহান তার অটো নিয়ে রিজার্ভ ভাড়ায় অজ্ঞাতনামা দুজনের ডাকে শম্ভুগঞ্জ গোলচত্বর থেকে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর তাদের আরেক সহযোগী উঠে এবং একত্রে রওনা দেয়। পথিমধ্যে অটোরিক্সাটি শম্ভুগঞ্জ মোড়ে পৌছলে চক্রটি একটি দোকান থেকে ফলের জুস কিনে নিজেরা খায় এবং চালককে খাওয়ায়। জুস খাওয়ার পরপর চালক শাহজাহান অজ্ঞান হয়ে পড়লেচক্রটি নেত্রকোণা রোডের রশিদপুর মেহগনি বাগানবাড়ীর পাশে চালককে ফেলে তার ব্যবহৃত মোবাইল, ভাড়ায় চালিত অটোরিক্সা চুরি করে পালিয়ে যায়।এই ঘটনায় কোতোয়ালী মডেল থানায় অজ্ঞাতনামা আসামীদের নামে মামলা হয়।যার নং৯৭(৩)২৩ উক্ত ঘটনায় পুলিশ সুপারের নির্দেশে মামলাটি ডিবি পুলিশকে তদন্তভার দিলে ডিবির এস আই আমিনুল ইসলাম তথ্য প্রযুক্তি ব্যবহারের মধ্যে নানা কৌশল করে অটো চুরদের সনাক্ত করে বুধবার দিনভর অভিযান চালিয়ে নেত্রকোণা সদরের ত্রিমোহনী বাজার হতে ৩ অটো চুরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীরা হলো
জালাল উদ্দীন,মোঃ জসীম উদ্দীনও মোঃ মামুন মিয়া।এদের মাঝে জালাল উদ্দীনের হেফাজত থেকে চুরি যাওয়া মোবাইল ফোন ও ত্রিমোহনী এলাকা থেকে চোরাই অটোরিক্সা উদ্ধার করেন পুলিশ। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য অটো চোরচক্রকে ৫ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।অপরদিকে ডিবির এস আই আমিনুল ইসলামবুধবার রাত অভিযান কালে চর কালিবাড়ি ময়লাকান্দা থেকে অস্ত্রসহ সাত ডাকাতকে গ্রেফতার করেন । তারা হলো আমিনুল ইসলাম মোহাম্মদ আলী,মো,লোকমান, মোঃ রতন মিয়া, মোঃ জিয়াউর রহমান ওরফে জিয়া,মোঃ সুমন- মোঃ সুজন মিয়া। এ ঘটনায় অস্ত্র ও ডাকাতির চেষ্ঠার অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছে। এস আই আমিনুল ইসলাম জানান নিয়মিত দায়িত্ব পালনকালে গোপন সুত্রে খবর পেয়ে চরকালী বাড়ী শম্ভুগঞ্জ হতে পাট গুদাম ব্রীজগামী হাইওয়ের পাশে ময়লাকান্দা নামক স্থানে গেলে ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোমেলোভাবে দৌড়ে পালানোর চেষ্ঠা করে।এ সময় সাত ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করা হয় আরও কয়েক জন ডাকাত পালিয়ে যায়। উক্ত ঘটনায় ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে বলে তথ্যে জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy