ইসমাইল হোসেন ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় পৌর শহরের ফুটপাত দখল মুখ করতে অভিযান চালিয়েছেন পৌর কর্তৃপক্ষ বুধবার ২৯ মার্চ দুপুরে পৌর মেয়র গোলাম কিবরিয়ার নির্দেশে এ অভিযান পরিচালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা হারুনুর রশীদ। এসময় ফুলবাড়িয়া পৌর মেইন রোড, হাজীরোডস্থ ফুটপাত দখল মুক্তসহ, বাস-স্টেশন এলাকায় এই অভিযোগ পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন, মো. খাইরুল ইসলাম, আলহাজ্ব আনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, ইব্রাহিম খলিল শিকদার, ছাইফুল ইসলাম প্রমূখ। পৌর নির্বাহী কর্মকর্তা হারুনুর রশীদ বলেন, পৌরসভার রাস্তাগুলো যানজট মুক্ত থাকবে। রমজান মাসের পরও এ অভিযান অব্যাহত রাখারও ঘোষনা দেন তিনি। ইতিমধ্যে সরেজমিনে ও মাইকিং করে যানজট মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধভাবে রাস্তার পাশে দোকানপাট বসালে অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy