ময়মনসিংহ সদর বোরচর কুষ্টিয়া পাড়া সহ,চরকালী বাড়ী,চরঈশ্বরদী,এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতির কারণে শত,শত মানুষের ঘর,বাড়ীতে ছেড়ে চরম দুর্ভোগে রয়েছে। বানভাসি মানুষজন ত্রাণ পাচ্ছে না বলে সংবাদ পাওয়া গেছে।
বন্যা এলাকা ত্রাণ পায়,না, এ,খবর জানান,বানভান ভোগীদের পক্ষে শারমীন আক্তার। দু:খের সহিত বলেন ময়মনসিংহ-৩ নং বোরচর ইউনিয়ন কুষ্টিয়া পাড়ার বন্যা এলাকার পানিবন্দী মানুষ ত্রাণের অভাবে মানবেতর জীবন যাপন করছেন।
পরিস্থিতি ভয়াবহ এলাকা পানিতে ভাসছে এবং মানুষের ঘরে পানি উঠায় জীবন বিপন্ন অবস্থা। রাস্তা,ঘাটে পানি থাকার কারণে চলাচল ব্যবস্থাও যোগাযোগ নেই। ফলে মানুষজন অনাহার ওঅর্ধাহারে,থাকলেও ত্রাণ সামগ্রী সহায়তা বানভাসি মানুষ
পায়নি। তবে ত্রাণ সামগ্রী যারা বিতরণ করে তারা বলেন বন্যা এলাকা ত্রাণ দেয়া হয়েছে-চলমান আছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy