ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি ময়মনসিংহ
ভালুকা উপজেলার হবির বাড়ীর বাসীন্দা কবি ছড়াকার -গণমাধ্যমকর্মী সফিউল্লাহ আনসারী সাহিত্যের অন্যতম জ্যোতি হক ছড়া পুরষ্কার পেয়েছে ২০২৩।কিশোরগঞ্জ ছড়া উৎসব চন্দ্রা বতী মেলায় তাকে পুরষ্কার তুলেদেনকিশোরগঞ্জ ১৯ তম ছড়া পরিচালনা পর্ষদের আহবায়ক ও দৈনিক শতাব্দীর কণ্ঠ পত্রিকার সম্পাদক আহমেদ উল্লাহ, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেম ও অতিথি বৃন্দ। ২ মার্চ শুরু করে ৩ দিন ব্যাপি অনুষ্ঠানের দ্বীতিয় দিন বিকেলে বিভিন্ন দেশ থেকে আগতকবি-ছড়াকার ও অতিথিদের উপস্থিতিতে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে উৎসব মুখর পরিবেশে পুরষ্কার প্রদান,আলোচনা সভা,ছড়া কবিতা পাঠ, বই মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু কিশোর মিলন মেলা হয়। উক্ত অনুষ্ঠান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেমে সভাপতিত্বে হয়েছে। কৃত উৎসব,ভারত, রাশিয়া, নাইজেরিয়া,জাপান সহ বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে কবি-সাহিত্যকরা উপস্থিত ছিল।সফিউল্লাহ আনসারী খুব ছোট বেলা থেকেই সাহিত্য সংস্কৃতির চর্চা করে আসছেন । তিনি সাহিত্যের মাধ্যমে জীবন, সংসার, সমাজের নানান দিক তুলে ধরার চেষ্টা করেন নিজেকে নিয়োজিত রেখেছন ।এ কর্মের সঙ্গে তিনি শিক্ষকতা ও সমাজ সংস্কারের কাজ বাল্য বিয়ে, যৌতুক, নারী নির্যাতনের বিরুদ্ধে সব সময় সোচ্চার এ কবি সাহিত্য সংগঠক হিসেবে ভালুকা সাহিত্য সংসদ(সা; সম্পাদক) ,ভালুকা ছড়া সংসদ(আহবায়ক)বৃহত্তর ময়মনসিংহ ছড়া সংসদ, ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদে বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। সাহিত্যের একাধিক শাখায় লিখলেও ছড়া সাহিত্যে তাঁর বিচরন রয়েছে। সফিউল্লাহ আনসারী ব্যক্তি গত জীবনে দু সন্তানের (কাব্যও ছড়া) জনক।লেখা পড়া শেষে দু হাজার তিন সাল শিক্ষকতা পেশায় জড়িত ও জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সফিউল্লাহ আনসারী।তিনি একাধিক পুরষ্কার প্রাপ্ত যেমন কাব্যসাহিত্য কবি জসিমউদদীন কবিতা পুরষ্কার,ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিন সাহিত্য পুরষ্কার, কাব্য কথা সাহিত্য সম্মাননা, বাঙালি কৃষ্টি কালচার সম্মাননা,পাড়াগাঁও ছাত্রকল্যাণ কাব্যগ্রন্থ আরও অনেক।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy