ইসমাইল হোসেন, ময়মনসিংহ
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় খাদ্য বান্ধব কর্ম সূচিব৪০ বস্তা চাল আটক করেন রাতে ২ নং জুগলী ইউনিয়নের গামারীতলা গ্রামের জাহাঙ্গীরের বাড়ি থেক। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপস্থিতিতে চালের বস্তাগুলো আটকে করেন জুগলী ইউনিয়নের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার রতন দাস। তবে বিষয়টি টের পেয়ে অভিযুক্ত জাহাঙ্গীর বাড়ী থেকে পালিয়ে যান।
স্থানীয়রা জানায়,গামারী তলা গ্রামের আকরাম হোসেনের ছেলে জাহাঙ্গীর চালের কালোবাজারির ব্যবসার সঙ্গে দীর্ঘদিন যাবৎ জড়িত।
সে খাদ্যবান্ধব কর্মসূচির চাল যোগসাজশের মাধ্যমে ব্যবসা করে আসছিল। ট্যাগ অফিসার রতনদাস জানান, জাহাঙ্গীরের বাড়িতে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা দরের ৩০ কেজি ওজনের ৪০ বস্তা চাল অবৈধভাবে মজুদ করে ক্রয়-বিক্রয়ের তথ্য পায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসানের নির্দেশে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। তবে চালগুলো কোথা থেকে এনে বাড়িতে রেখেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
এই ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়েও তদন্ত চলছে বলে। সেই সাথে জাহাঙ্গীরের নামে মামলার প্রস্তুতি চলছে। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান খান বলেন, এ ঘটনায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়া দিন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা রেকর্ড হয়নি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy