আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
মুজিব শতবর্ষ উপলক্ষে ঢাকার সাভারের বিরুলিয়ায়‘ মরহুম আতাউল্লাহ্ মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) বিকালে বিরুলিয়া ইউনিয়নের কাকাব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলার উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজনের সভাপতিত্বে টূর্ণামেন্টে প্রধান অতিথি ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মঞ্জুরুল আলম রাজীব।
শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টূর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এসময় তাঁর সাথে ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন সহ অন্যরা।
টূর্ণামেন্ট এর উদ্বোধক মঞ্জুরুল আলম রাজীব তার বক্তব্যে যুবসমাজের আত্মিক ও দৈহিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হবার হার কমে যায় খেলাধুলায় লিপ্ত থাকলে বলে জানান তিনি। তিনি বলেন, নিয়মিত যারা খেলাধুলা করে সেইসব কিশোর ও যুবকদের মাদকাসক্তি, ইভটিজিং সহ অন্যান্য অপরাধমূলক কাজে জড়িত হবার সম্ভাবনা অনেক অনেক কম। তাই দেশগঠনে কিশোর ও যুবকদের মাঠমুখী করার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লা, সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখ সহ বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ