সোহেল রানা রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে বিদ্যুৎ পোল বাহী ট্রাক চাপায় দুইজন নিহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শহীদ ফিরোজ চত্বরে বিদ্যুৎ অফিসের মোড়ে এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন গোদাগাড়ী থানার ওসি খলিলুর রহমান।
নিহতরা হলেন, উপজেলার মহিষালবাড়ির সাগরপাড়ার ইয়াহিয়ার ছেলে ও বিদ্যুৎ অফিসের লাইনম্যান ইসরাইল হোসেন (৪৫) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে ভ্যানচালক রনি (২৪)
ওসি খলিলুর রহমান জানান, ট্রাকটি একটি এক্সভেটর মেশিন নিয়ে আনমুরা থেকে গোদাগাড়ীর দিকে আসছিলো পথে ফিরোজ চত্বর মোড়ের আগে এক সাইকেল আরোহীকে ধাক্কা দেয়।
এর পর ট্রাকটি বেপরোয়া গতিতে চলে যায়।
কিছু দুর যাওয়ার পর একটি পেট্রোল পাম্পে ট্রাকটি রেখে চালক পালিয়ে যায়। পরে ট্রাকটি জব্দ করা হয়।
ট্রাকের নিচে চাপা পড়ে দুইজন নিহত ও অন্যরা আহত হয়েছে। হাটবার হওয়ার কারণে রাস্তায় বেশী লোকজন ছিল। এ কারণে বেশী হতাহতের ঘটনা ঘটে
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy