মহল্লার মসজিদে গিয়ে মতবিনিময় করছেন ওসি আজহারুল ইসলাম সরকার (পিপিএম)
শহিদুল ইসলাম সোহেলঃ
টাঙ্গাইলের ঘাটাইল থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর থেকেই প্রশংসায় ভাসছেন ওসি আজহারুল ইসলাম সরকার(পিপিএম)।যোগদান করার পর থেকেই তিনি উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ঘুড়ে ঘুড়ে পুলিশ-জনতার ভাতৃত্ব বন্ধন সৃষ্টির লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।পুলিশের প্রতি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে এবং পুলিশের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দিনরাত কাজ করে যাচ্ছেন। উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লার মসজিদে মসজিদে গিয়ে মতবিনিময় করছেন মুসুল্লিদের সাথে।
সেই ধারাবাহিকতায়,গত ১৩ আগস্ট শুক্রবার ঘাটাইল উপজেলার দিঘলকান্দী ইউনিয়নের বিরচারী সাবিকনূদ কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিদের সাথে জুম্মা নামায আদায় শেষে সংক্ষিপ্ত বক্তব্য ও মতবিনিময় করেন নবাগত অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম সরকার পিপিএম।
এসময় তিনি উপস্থিত মুসুিল্লিসহ ঘাটাইলবাসীর উদ্দেশ্যে বলেন, মানুষ মাত্রই ভুল হয়,কেউ ভুলের উর্ধ্বে নয়,পুলিশও এর বাহিরে নয়।তবে আপনারা জেনে খুশি হবেন যে,আমাদের পুলিশ প্রধান আইজিপি মহোদয়ের প্রচেষ্টা ও নির্দেশনায় আমাদের পুলিশি সিস্টেম আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে। ইনশাআল্লাহ সামনে আরো পরিবর্তন হবে। "পুলিশই জনতা,জনতাই পুলিশ"এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তবে এর জন্য আমাদের সবচেয়ে বেশি দরকার আপনাদের সহযোগিতা ও আন্তরিকতা।
আমি ঘাটাইল থানায় নতুন যোগদান করেছি।আমি ঘাটাইল থানার অফিসার ইনচার্জ হিসেবে আপনাদের কথা দিচ্ছি, আমার থানায় আপনাদের কাউকে হয়রানি শিকার হতে হবে না।কেউ যদি হয়রানির শিকার হন তবে আমাকে সরাসরি অথবা মোবাইলে জানাবেন।ইনশাআল্লাহ আমি ব্যবস্থা নিবো।এজন্য থানার বাইরে অভিযোগ বাক্স স্হাপন করা হবে।যার মাধ্যমে আপনারা পুলিশের বিরুদ্ধেও অভিযোগ করতে পারবেন।
এ সময় এলাকাবাসী নবাগত ওসির কাছে এলাকার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।যে সকল স্থানে মাদক বিক্রিসহ অপরাধমূলক কর্মকাণ্ড হয় সে সব স্থানের পরিস্থিতি তুলে ধরে প্রতিকারের আশায় ওসির সহযোগীতা কামনা করেন।
নবাগত ওসি আজহারুল ইসলাম সরকার পিপিএম বিস্তারিত শুনে এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন,আপনারা যদি আমাকে তথ্য দিয়ে সহযোগীতা করেন তবে ইনশাআল্লাহ আপনাদের সহযোগীতা নিয়ে এই এলাকাসহ পুরো ঘাটাইল উপজেলাকে আমি মাদক ও সন্ত্রাসমুক্ত করবো।
আলোচনা শেষে বিরচারী গোরস্তানে কবরবাসীর আত্মার মাগফেরাত কামনায় দোয়ায় শরীক হন ওসি আজহারুল ইসলাম সরকার পিপিএম।
উল্লেখ্য যে,আজহারুল ইসলাম সরকার পিপিএম গত ২৬ জুলাই অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করার পর থেকেই প্রতি শুক্রবার উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে গিয়ে জুম্মার নামায আদায় করছেন এবং এলাকাবাসীর সাথে পরিচিত হয়ে হয়রানিমুক্ত আইনি সেবা প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছেন।এভাবে পুলিশ- জনতার মধ্যকার দূরত্ব কমাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন এই মানবিক পুলিশ অফিসার।