তানভীর আহাম্মেদ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ইছাপাড়া এলাকায় জমি দখল করতে কলেজশিক্ষিকার স্বামীর ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যাচেষ্টর প্রতিবাদে সোমবার সকালে মানববন্ধন করেছে বাহাউল হক পলিটেকনিক ইনস্টিটিউট ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি মামলা হলেও পুলিশ এখনও হত্যাচেষ্টাকারী বাচ্চু মিয়াকে গ্রেফতার করতে পারেনি।
সোনারগাঁও পৌরসভার বাহাউল হক পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসের সামনে সোমবার বেলা ১১টায় স্থানীয় ভূমিদস্যু ও সন্ত্রাসী বাচ্চু ও তার সহযোগীদের গ্রেফতার ও বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন গুরুতর আহত মোহসিনের স্ত্রী বাহাউল হক পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষিকা শারমিন আক্তার বলেন, উপজেলার ইছাপাড়া এলাকার মৃত চাঁন মিয়ার বাচ্চু মিয়া ও তার স্ত্রী নাজমা বেগম তাদের সম্পত্তি দখলের জন্য রামদা দিয়ে কুপিয়ে মৃত ভেবে পালিয়ে গেছে।
বর্তমানে আমার স্বামী ঢাকা মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমি আমার ৭ মাস ও ৮ বছরের দুটি সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার ৫ দিন পরও সন্তাসীরা গ্রেফতার না হওয়ায় আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি।
স্থানীয় প্রভাবশালীদের সেল্টারে থেকে হামলাকারীরা এখন মামলা তুলে নিতে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে।
বাহাউল হক একাডেমির প্রধান শিক্ষিকা ফারজানা ইয়াসমিন বলেন,
আমাদের সহকর্মীর স্বামীর ওপর নির্মম ও বর্বরোচিত হামলার বিচার চাই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পুলিশ— শিক্ষক ও তার পরিবারের নিরাপত্তা দিতে ব্যর্থ। আমরা হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকারকর্মী ও সংগঠক জাহাঙ্গীর আলম গোলক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সৈয়দা আইরিন সুলতানা, বাহাউল হক সোনারগাঁও ফাউন্ডেশনের সিনিয়র এক্সিকিউটিভ লায়লা আফরোজ, বাহাউল হক পলিটেকনিক ইনস্টিটিউটের সুপারিনটেন্ড্যান্ট শাহজালাল সুমন, ভাইস প্রিন্সিপাল শাহীন মীর প্রমুখ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাকিবুল হাসান উজ্জ্বল জানান, এ ব্যাপারে দুজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy