প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৫, ৮:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৭, ২০২১, ৭:২৩ পি.এম
মহান অলি হযরত আমিরুজ্জামান শাহ্ (রঃ) দরবার শরীফের ওরশ সস্পন্ন
মোহাম্মদ বাবু চৌধুরী - বিশেষ প্রতিনিধি
চট্টগ্রাম জেলা-দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলা দ্বীন পটিয়া পৌরসভা'র (৯) নং ওয়ার্ড আমির নগরখ্যাত আমির ভান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহ্সুফী সৈয়দ গাউছুল আজম আমিরুল আউলিয়া হযরত আমিরুজ্জমান শাহ্ এর বেলায়ত বার্ষিক ওরশ শরীফ যথাযথ ধর্মীয় মর্যাদায় মাজার মাঠ চত্বরে হাজার হাজার ভক্ত মুরিদের উপস্থিতিতে স্ব-স্ব মঞ্জিলে অনুষ্টিত হয়েছে। এতে আমির ভান্ডার সম্মেলিত আওলাদে পাক করোনার বিষয় বিবেচনা করে `লক্ষদিক, ভক্ত মুরিদের সমাগমের মধ্যে দুরত্ব বজায় রেখে মহান ১-লা মাঘ ১৫ ই জানুয়ারি'র ওরশ শরীফ সস্পন্ন হয়েছে। এতে কোরআন ভিক্তিক জিকির, সেমা ও ফজরের নামাজের পরে আখেরী মুনাজাতের পরে তবররুক বিতরণের মধ্যে দিয়ে ওরশ শরীফ সম্পন্ন হয়।
এতে উপস্থিত ছিলেন, আমির ভান্ডার সংসদের সভাপতি সৈয়দ মামুনুর রশীদ শাহ্ আমিরী, মৌলনা সৈয়দ আমির হোসেন শাহ্ আমিরী, সাধারণ সস্পাদক সৈয়দ সাইমুল্লাহ শাহ্ আমিরী, আলহাজ্ব মৌলনা মোঃ বদরুদ্দোজা শাহ্ আমিরী, সৈয়দ মেহেরাজ শাহ্ আমিরী, সৈয়দ আসাদুজ্জামান আমিরী তানিম সৈয়দ আমির হোসেন শাহ্ আমিরী, শাহসুফী সৈয়দ পিয়ারু মোস্তফা শাহ্ আমিরী, অর্থ সস্পাদক সৈয়দ ফৌজুল একরাম শাহ্ আমিরী আমির ভান্ডারী (আখের বাবা), সৈয়দ আরমান শাহ্ আমিরী, সৈয়দ আহসান শাহ্ আমিরী, শাহসুফী সৈয়দ মো খায়রুল মোস্তফা শাহ আমিরী, মৌলনা আশরাফুজ্জমান শাহ্ আমিরী, মৌলনা আমির উদ্দিন শাহ্ আমিরী প্রমুখ। সম্মেলিত আওলাদে পাক গঠিত সংগঠন আমির ভান্ডার সংসদের পক্ষ থেকে আহ্বায়ক কমিটির ও সম্মানিত এলাকাবাসীদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy