মীর আতিক,আক্কেলপুর(জয়পুরহাট)প্রতিনিধিঃ-
আগামী ১৩ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বৃদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে উপজেলার ৫ ইউপির বীর মুক্তিযোদ্ধা, কর্মরত অফিসার বৃন্দ,সুধীজন, সাংবাদিক ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গদের মতামতের ভিক্তিতে বিশাল পরিসরে দিবসটি পালনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় নির্বাহী অফিসার তার সভাপতির বক্তব্যে জানান,এবারের মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে ১০ হাজার লোকজনকে সম্পৃক্ত করার পরিকল্পনা গৃহীত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ,সহকারী কমিশনার (ভমি) মৌসুমী হক,সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নবীবুর রহমান,উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, উপজেলা,আ’লীগের সাধারণ সম্পাদক আহসান কবির এ্যাপ্লব,আক্কেলপুর পৌর মেয়র শহিদুল আলম চৌধুরী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া,আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান,উপজেলা প্রেসক্লাবের সভাপতি শ্রী বিরেন চন্দ্র দাস,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ,উপজেরা ক্রীড়া সংস্থার জাকির হোসেনসহ আরো অন্যান্য নেতৃবৃন্দরা।