সোহেল রানা রাজশাহী তানোর
অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মহান মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহী জেলার তানোর উপজেলার প্রাচীন ঐতিহ্যবাহী প্রেসক্লাবের পক্ষ থেকে তানোর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিগত বছর গুলোর ন্যায় এবারো সকালে যথাযোগ্য মর্যাদায় তানোর প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দরা উপস্থিত থেকে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন : তানোর প্রেসক্লাবের সহ-সভাপতি ও তানোর বি.এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসিম কুমার সরকার ও আশরাফুল আলম রন্জু। তানোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান।
তানোর প্রেসক্লাবের কোষাধক্ষ্য (ক্যাশিয়ার) ও সম্পাদক প্রথম পতা ও সবুজ সিটি সোহেল রানা। সহ – কোষাধ্যক্ষ জাকির ইসলাম টুটুল সহ অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন : মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ও তানোর উপজেলার আদর্শ কৃষক নূর মোহাম্মদ।