প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৮:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২১, ৫:০৪ পি.এম
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১নং খলিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে র্যা লী ও শ্রদ্ধাঞ্জলি অর্পন

মোফাদ আহমেদ মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
বাংলা, আমাদের মাতৃভাষা, আমাদের গর্ব, আমাদের অস্তিত্বের এক অপরিহার্য অংশ। ভাষা সৈনিকদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই ভাষাই বাঙালি জাতিকে জোগায় সকল বিপত্তিকে পিছনে ফেলে সামনে ছুটে চলার প্রেরণা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শেরপুর আজাদ বখ্ত স্কুল এন্ড কলেজের শহীদ মিনারে রবিবার সকালে পুস্পস্তবক অর্পন করেন। আজ (২১শে ফেব্রুয়ারী ) দিনব্যাপী নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে স্মরণ করা হয় সকল ভাষা শহীদদের। সকালে শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে একটি র্যা লী বের করা হয়। র্যা লীটি শেরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আজাদ বখ্ত স্কুল এন্ড কলেজের শহীদ মিনারে এসে শেষে পুস্পস্তবক অর্পন করা হয় । পরে শহীদ মিনারের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১নং খলিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল জলির এর পরিচালনায়, সভাপত্বিত করেন,১নং খলিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি উৎফল ভৌমিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মালিক তরফদার সোয়েব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরবৃন্দ পোদ্দার বাচ্চু,১নং খলিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মনফর মিয়া, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি আবু হোসেন রনক,১নং খলিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির,মৌলভীবাজার জেলা তাথিলীগের সহ সভাপতি মোস্তফা মিয়া,শেরপুর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল হামিদ চৌধুরী রিপন,১নং খলিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মসহুদ রানা,১নং খলিলপুর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ফরহাদ হোসেন দীপু,১নং খলিলপুর ইউনিয়ন যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক রায়হান খান সহ আরও অনেকে ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy