প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ১২:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২১, ১:১৪ পি.এম
মহিপুর হয়ে রংপুর পাটগ্রাম রুটে বাস চলাচলের সিদ্ধান্ত
রেখা মনি,নিজস্ব প্রতিবেদক:
(৩ অক্টোবর) ২০২১ যাত্রী সুবিধা বৃদ্ধির লক্ষ্যে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লহ্মীটারী ইউনিয়নের মহিপুর শেখ হাসিনা ব্রীজ হয়ে রংপুর-পাটগ্রাম রুটে বাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছে। রংপুর ও লালমনিরহাট জেলা মটর মালিক সমিতি।
গতকাল রোববার রাতে রংপুর জেলা মটর মালিক সমিতি কার্যালয় মিলনায়তনে রংপুর জেলা মটর মালিক সমিতির সভাপতি একেএম মোজাম্মেল হকের সভাপতিত্বে দ্বিপাক্ষিক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
আগামী ৭ অক্টোবর হতে উভয় সমিতির মিনিবাস মহিপুর হয়ে রংপুর-লালমনিরহাট পাটগ্রাম রুটে যাতায়াত করবে। এতে করে যাত্রীর সময় ও খরচ দুই কমবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রংপুর জেলা মটর মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি একে চৌধুরী ক্যাপ্টেন, সহ-সভাপতি মোঃ আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান লিপন, দপ্তর সম্পাদক সফিউল আলম সফি, লালমনিরহাট মটর মালিক সমিতির সভাপতি আসহাবুল হাবীব লাভলু, সাধারণ সম্পাদক সিরাজুল হকসহ উভয় সমিতির নেতৃবৃন্দরা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy