নিরেন দাস,জয়পুরহাটঃ-
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউপির ৯ নং ওয়ার্ডে ৪০ দিনের মাটি কাটা কর্মসূচীর তালিকায় ভুয়া শ্রমিকের নাম দিয়ে টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে প্রকল্পের সভাপতি ও স্থানীয় মহিলা মেম্বার ফেন্সি আক্তারের বিরুদ্ধে।
এছাড়াও অভিযোগ আছে, নিয়মিত হাজিরা না দিয়েও টাকা তোলেন একাধিক শ্রমিক। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
জানাগেছে, অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান প্রকল্পের আওতায় (২০২০-২১) অর্থ বছরে উপজেলার প্রত্যেক ইউনিয়নে ৪০ দিনের মাটি কাটার কর্মসূচীর তালিকা তৈরী করেন ইউনিয়ন পরিষদ। আওলাই ইউপির ৯ নং ওয়ার্ডে ২৫ জন শ্রমিকের নাম দিয়ে তালিকা তৈরী করেন প্রকল্পের সভাপতি ও মহিলা মেম্বার ফেন্সি আক্তার।
কিন্তু তালিকায় জাবেকপুর গ্রামের রেজিয়া ও গোড়না গ্রামের এনামুল হকের নাম দিয়ে টাকা উত্তোলন করা হলেও তা কিছুই জানেন না এই দুই শ্রমিক।
জাবেকপুর গ্রামের নারী শ্রমিক রেজিয়া দৈনিক সূর্যোদয়কে বলেন, আমি গত বছর মাটি কাটার কাজ করেছি। তবে এবছর যে তালিকায় আমার নাম আছে আমি নিজেই জানিনা।
একই অভিযোগ গোড়না গ্রামের শ্রমিক এনামুলের। তিনি বলেন, মাটি কাটার তালিকায় আমাদের ভুয়া নাম দিয়ে মেম্বার টাকা তোলেন।
তালিকায় ভুয়া নামের বিষয়ে প্রকল্পের সভাপতি ও মহিলা মেম্বার ফেন্সি আক্তারের সাথে কথা হলে তিনি বলেন, আপনাদের যা ভালো হয় তা লিখতে পারেন আপনাদের মতো কত সাংবাদিক দেখলাম।
ওই ওয়ার্ডের স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, এবিষয়ে আমার কোন সংশ্লিষ্টতা নেই। বিস্তারিত আরো আসছে—-
Leave a Reply