ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, কক্সবাজার::
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী মুদিরছড়া গ্রামে জমি সংক্রান্ত একটি এম আর মামলা তদন্তকালে তহসীলদারের সামনে বাদীকে মারধর করেছে বিবাদী পক্ষ। ঘটনাটি ঘটেছে ১২ অক্টোবর বিকাল ৩টায় মুদিরছড়া নবাব মিয়ার দোকানের সামনে।
স্থানীয়দের ভাষ্যমতে, মুদিরছড়া এলাকার সাবেক মেম্বার আবু ছিদ্দিকের সাথে স্থানীয় মোহছেন আলীর পুত্র মোঃ রোকন প্রকাশ খোকন এর সাথে একটি জমির দখল নিয়ে বিরোধ ছিল। সে সুবাদে আবু ছিদ্দিক মেম্বার গং প্রথমে জেলা এডিএম কোর্টে একটি মামলা করে। অপর দিকে মৃত মোছন আলীর পুত্র একই জমির উপর আর একটি এম আর মামলা রুজু করে।
উক্ত জমির বিষয়ে গোরকঘাটা তহসীল অফিসের তহসিলদার বিরোধীয় জমির দখল বিষয়ে আবু ছিদ্দিক মেম্বার পক্ষের আবেদনখানী তদন্ত করতে গেলে মোছন আলী পক্ষ মিথ্যা তথ্য দিয়ে অপর একটি জমি সনাক্ত করে।
এ বিষয়ে বাদীর লোকজন বিষয়টি জ্ঞাত হলে তারা তহসীলদারকে তাদের মামলায় দখলীয় জমিটি সনাক্ত করতে বলায় রোকন উদ্দিন খোকনের নেতৃত্বে তহসীলদারের সামনে হামলা চালায় তার সহযোগি হেলাল, ছাদেক নুরুছবি,মো : ছবি গংরা পূর্ব পরিকল্পনা মোতাবেক তাহাদের ধারালো লোহার পাঠপেটা ইনি মারাত্মক অস্ত্র-শস্ত্র সহকারে আবুছিদ্দিকের ছোট ভাই তালেব আলী,
আইয়ুব আলী ও ভাইপু নুরুল কাদের কে কুপিয়ে মাথা ও চোখে সহ শরীরের বিভিন্ন স্খানে জখম করে। আহতরা মাঠিতে পড়ে গেলে স্থানীয় লোকজন উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসে।
হামলাকারীদের বিরুদ্ধে আবু ছিদ্দিক মেম্বার বাদী হয়ে একটি এজাহার দায়ের করে।হামলাকারীগং এলাকার চিহ্নত দখলবাজ,
বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে সাধারন মানুষ কে হয়রানী করার অভিযোগ রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy