জয়নাল হাজারী ,মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু জন্মদিন শিশুর হৃদয় হোক রঙ্গিন এই প্রতিপাদ্য কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা প্রাশাসন এর আয়োজনে জতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকি ও জাতীয় শিশু দিবস উদযাপন।
বুধবার (১৭ মার্চ) সকালে মাটিরাঙ্গা উপজেলা প্রাঙ্গনে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি মোড়ালে ফুল দিয়ে উপজেলা হল রুমে কেক কাটার মধ্যে দিয়ে এ অনুষ্ঠানের সূচনা করা হয় ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব,র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম।
বিষেশ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ূন মোর্শদ খান,মাটিরাঙ্গা সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মুনসুর আলী, মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী।
আলোচনা সভায় বক্তারা বলেন,হাজার বছরের বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মাটি ও মানুষকে যে ভাবে ভালবেসেছেন নিজের জিবনের মায়া ত্যাগ করে বাংলার গণ মানুষের মুক্তির জন্য সংগ্রাম করে গিয়েছেন তা ইতিহাসে বিরল।
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আমরা সঠিক ভাবে যদি তাদের পরিচর্যা করতে পারি তাহলে একটি সুশৃঙ্খল সুসজ্জিত সুন্দর আগামী পাবে দেশ।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরন,ভূমি হীন ও গৃহহীন পরিবারের মাঝে চাবি হস্তান্তর, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Leave a Reply