প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ১:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০২১, ১:১০ এ.এম
মাটিরাঙ্গায় চার ইটভাটাকে ৫ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
খাগড়াছড়ি প্রতিনিধি
আইন অমান্য করে ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার ও ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চার ইটভাটাকে ৫ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার (২৫ ফেব্রæয়ারি) দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌর শহরের বিভিন্ন ইাঁভাটায় পৃথকভাবে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ হোসেন ও প্রশান্ত চক্রবর্তী।
খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ হোসেন বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৬ ধারামতে ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার ও অবৈধ ভাবে বনের কাঠ পোড়ানোসহ লাইসেন্স না থাকায় চার ইটভাটার মালিককে ৫ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy