ইব্রাহিম হোসেন,খাগড়াছড়িঃ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ অনুষ্ঠান ও নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার ৫০ বছর উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২৬ মার্চ) সকালে ৮ টায় স্বাধীনতা সোপানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি শেষে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম , মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃলা দেব ও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী।
কুচকাওয়াজ অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র পেয়েছি। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি। সবাইকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববিসহ প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ ব্যক্তিবর্গ।
শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা পাঠ, ও জাতীয় সংগীতের সুরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ অনুষ্ঠান শেষে উপজেলা হল রুমে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহনকারী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা সভায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy