ঐতিহাসিক ৭ মার্চ ও বঙ্গবন্ধু শেখ মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৭ ই( মার্চ) সকালে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় সামরিক অসামরিক প্রায় ৫০০ জন প্রতিযোগী।
গুইমারা রিজিয়ন এর তত্ত্বাবধানে মাটিরাঙ্গা জোন এর সার্বিক ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আঁকা-বাঁকা পাহাড়ি রাস্তায় এ ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, মাটিরাঙ্গা জোনের, জোন কমান্ডার লেঃ কর্নেল মোহসীন হাসান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরর্শেদ খান, মাটিরাঙ্গা পৌর মেয়র শামসুল হক, পাবর্ত্য জেলা পরিষদ সদস্য হিরন জয় ত্রিপুরা।
এ সময় মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দৌড় শুরু হয়ে প্রায় ৫ কিলোমিটার উঁচু-নিচু পাহাড়ি পথ অতিক্রম করে পরে হাতিয়াপাড়া মোড় হয়ে ইউটার্ন নিয়ে আবার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এসে পৌঁছে। এরপর প্রতিযোগিতার ১ম থেকে ১০ম তম স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
পরবর্তীতে পার্বত্য চট্টগ্রামে শান্তি সম্প্রীতি উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তকরন কর্মসূচির অংশ হিসেবে প্রত্যন্ত অঞ্চলের দুঃস্থ পাহাড়ি -বাঙ্গালী ১২০ জন অধিবাসীর মঝে বস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও দিনব্যাপী উক্ত অনুষ্ঠানস্থলে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও এর তাৎপর্য উপর বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
Leave a Reply