ইব্রাহিম হোসেন (মাটিরাঙ্গা)
ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আনন্দ র্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা, পৌর, ইউনিয়ন ও কলেজ ছাত্রলীগ।
মঙ্গলবার (৪রা জানুয়ারি) বিকেলে ছাত্রলীগের উদ্যোগে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে একটি বিশাল আনন্দ র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যালী শেষ বিদ্যালয়ের মাঠে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেককাটা হয়।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগে,র সভাপতি তছলিম উদ্দিন রুবেল,র সভাপতিত্বে। মাটিরাঙ্গা ডিগ্রি কলেজ শাখার আহবায়ক সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আবু তালেব এর সঞ্চালনায় কর্মসুচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ( প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু নির্মলেন্দু চৌধুরী ( খাগড়াছড়ি পৌর মেয়র) ,জেলা আওয়ামীগের সহ -সভাপতি শামসুল হক (মেয়র মাটিরাঙ্গা পৌরসভা)।
খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু মংসইপ্রু চৌধুরী (অপু)। জেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম।মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ূন মোরশেদ খান, সাবেক সফল ছাত্র নেতা বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা। খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝ কম্বল বিতরণ হয়।
এসময় মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক শাহিন আলমসহ খাগড়াছড়ি জেলা ও উপজেলা,ইউনিয়ন আওয়ামীলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া সন্ধ্যায় ছাত্রলীগের উদ্যোগে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় ব্যান্ড নাটাই।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy