ইব্রাহিম হোসেন,খাগড়াছড়িঃ খাগড়াছড়ির
মাটিরাঙ্গার ইছাছড়া নামক এলাকায় নুর নবী (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। সে ইছাছড়া এলাকার আবুল কালামের ছেলে।
শুক্রবার ২৭জুলাই সকালের দিকে তার মা তার একটি লেকের পানিতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায়। পরে এলাকাবাসি পুলিশ কে মৃতের বিষয়টি জানায়।
স্বজনরা জানায়,নুরনবী পেশায় বর্গাচাষী কৃষক। গতকাল দুপুর থেকে নুরবনী জমিনে দেয়ার জন্য কীটনাশক সাথে নিয়ে বের হয়। অনেক খোঁজাখুজির পর সকালে তার মা তার লাশ দেখতে পায়।
মরদেহে পরিহিত লুঙ্গীর গোছের মধ্যে সপসিন নামক কীটনাশক পাউডার,এবং একটি বিষের বোতল পাওয়া যায়,সপসিন,একটি বোতলে কীটনাপটাওয়া গেছে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,প্রাথমিকভাবে এটি বিষপানে আত্মহত্যা বলে ধারণা করা যায়।
তবে আত্মহত্যার কারণ উদঘাটনে ইতিমধ্যে পুশিল তদন্ত কর্মকান্ড শুরু করেছে। লাশ ময়না তদন্তের পর আত্মহত্যার মূল কারণ জানা যাবে বলে তিনি জানান।