আবদুল জলিল, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। এই নির্বাচনে ভোটগ্রহণের দিন মাটিরাঙ্গা পৌর এলাকায় সাধারণ ছুটি থাকছে না। মঙ্গলবার (৯ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোঃ হেলালুজ্জামান সরকারের স্বাক্ষরিত এ সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রনালয়ে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়,জনপ্রশাসন মন্ত্রনালয়ের অংশে ৩৭নং ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক ৪র্থ ধাপে অনুষ্ঠিতব্য ৫৬টি পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন ১৪ ই ফেব্রুয়ারি ২০২১ রবিবার সাধারণ ছুটির প্রয়োজন হবে না। তবে নির্বাচনী এলাকাধীন যেসব শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারিত রয়েছে।
প্রসঙ্গত, মাটিরাঙ্গা পৌর নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯৬৫ জন। পুরুষ ভোটার ৯ হাজার ৮০ ৬ জন এবং নারী ভোটার ৯ হাজার ১৬৯ জন। মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রে ৫৫টি বুথে ভোট গ্রহণ করার কথা রয়েছে।
Leave a Reply