
আবদুল জলিল,খাগড়াছড়ি
খাগড়াছড়ির মাটিরাঙায় পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮ থেকে শুরু হয়েছে। ভোট দিতে সকাল ৮ টার আগে থেকেই ভোটাররা ভোট কেন্দ্রে আসতে শুরু। পৌরসভার বিভিন্ন কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে।
মাটিরাঙা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন ,কাউন্সিলর পথে ৪০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পথে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে মোট ভোটার ১৮ হাজার ৯শ ৬৫ ।
ভোট সুষ্ঠু করতে প্রতিটি ভোট কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া স্টাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছে ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজিবি ও র্যাব সদস্য।
এর আগে সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌছে দিয়েছে নির্বাচন অফিস।
মাটিরাঙা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাডিং অফিসার এস এম রায়হান বলেন, ‘নিয়ম মেনে সকাল ৮ টা ভোটগ্রহণ শুরু করেছি। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply