প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৫:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২১, ১০:৩৫ পি.এম
মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কর্মচারী স্থানীয় এক গরীব ৬মাসের অন্তসত্বাকে ফেলে পলাতক
ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, কক্সবাজার::
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ির ৯নং ওয়ার্ডের বাসিন্দা ৬ মাসের অন্তঃস্বত্তা স্ত্রী রেখে প্রতরণা করে পালিয়ে গেছে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের এক কর্মচারী।
স্থানীয়সূত্রে প্রায় ৪ বছর আগে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের মালেশিয়ান কোম্পানির ড্রাইভার হিসাবে চাকুরিতে যোগ দেন নেত্রকোনা জেলার খলিয়াজুরী উপজেলার কল্যানপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের আবু ছিদ্দিক মিয়ার পুত্র বাতেন মিয়া(৩১)।
চাকুরি সূত্রে মাতারবাড়ি থাকায় দুই বছর আগে পরিচয় হয় মাতারবাড়ির সাইডপাড়ার(বেরীবাঁধের জেলে সমাজ) দিনমজুর হায়দার আলীর কন্যা নাঈমা বেগমের সাথে। পরিচয় সূত্রে এক পর্যায়ে তারা সম্পর্কে জড়িয়ে পড়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধরে পেলে।
পরে সে বিভিন্ন লোভ ও প্রতরণা করে মেয়ে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় স্টাম্প করে কৌশলে বিয়ে করে সরদার পাড়ায় হামিদের ভাড়া বাসায় থাকেন। স্ত্রী অন্তঃস্বত্বা হলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং কৌশলে ২মাস আগে কয়লাবিদ্যুৎ প্রকল্পের চাকুরি ছেড়ে দিয়ে নেত্রকোনায় চলে নাম বলে লাপাত্তা হয়ে যান।
এদিকে ৬মাসের অন্তাস্বত্তা স্ত্রী রেখে পালিয়ে যাওয়ায় সীমাহীন কষ্টে পড়ে গেছেন দিনমজুর পিতা হায়দার আলী। তিনি কান্না জড়িত হয়ে বলেন, ১০ বছর আগে ডাকাতের কবলে পড়ে আমার স্ত্রীকে হারিয়েছি,অসহায় হয়ে দুঃখে কষ্টে সন্তানদের নিয়ে কোন রকম বেচেঁ আছি।
গরীব হওয়ায় না দেখে শুনে কন্যাকে বিয়ে দিয়েছি নেত্রকোনার বাতেন মিয়ার সাথে। এখন কোন ভরন পোষণ না দিয়ে পালিয়ে যাওয়ায় সীমাহীন কষ্টে পড়ে গেছি। তার সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বাসায় আসতেছে না ২মাস।
এই অবস্থায় অন্তঃস্বত্তা মেয়েকে নিয়ে কোথায় যাব? এই বলে কান্নায় ভেঙ্গে পড়েন। এউক্ত প্রতারক বাতেন মিয়াকে কেউ ধরতে পারলে এই ০১৮৮২২১৬২৪৬ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy