শেখর চন্দ্র সরকার শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান মাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করার সময় অবৈধ মাদকদ্রব্য গাজা সংরক্ষণ ও সেবন করার সময় দুজন মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ট্রাক ড্রাইভার ও হেলপার। তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর। অভিযানে সহযোগিতা করেন শিবগঞ্জ থানার এসআই মোহাম্মদ আলী, এএসআই আফজালসহ পুলিশ ফোর্স।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর জানান, উপজেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy