মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে-পুলিশ সুুপার মাছুম আহাম্মদ
নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
Facebook Twitter share
মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের সামাজিক ভাবে বয়কট করে, মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে সর্বপ্রথম মাদক সেবন ও মাদক ব্যবসা হতে বন্ধ করতে হবে,সকলকে এই ভয়াবহ মাদকের ছোবল থেকে বিরত থাকতে হবে,সেই সাথে মাদক মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে,আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জয়পুরহাট জেলা পুলিশ সুুপার মাছুম আহাম্মদ ভুঞা-(পিপিএম)।
Surjodoy.com
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে জয়পুরহাটে আক্কেলপুর থানা পুলিশের আয়োজনে ও থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমানের সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে
উপরোক্ত বিষয় গুলোসহ যেকোনো অপরাধের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করার আহব্বানও জানান,জেলা পুলিশ সুুপার মাছুম আহাম্মদ ভুঞা-(পিপিএম)।
The Daily surjodoy
উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিতি বক্তব্য রাখেন,জেলা অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ,আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া,উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকসেদ আলী,সাধারন সম্পাদক ও রুকিন্দিপুর ইউপি চেয়ারম্যান আহসান কবির এপ্লব প্রমুুখ।
The Daily surjodoy
সভায় পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার বক্তব্যকে সমর্থন জানিয়ে তার নিকট আক্কেলপুর উপজেলার সার্বিক সকল দিক তুলে ধরে বক্তব্য রাখেন,উপজেলার সকল ইউপি চেয়ারম্যান,স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক,ব্যবসায়ী ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
Leave a Reply