তৌহীদ আহম্মেদ রেজা: করোনার এই মহামারীর কারনে সৃস্টি দুর্যোগ মোকাবেলায় জনগনকে সচেতন করা, অসহায় দরিদ্র পরিবার গুলোকে নিজ উদ্যোগে খাদ্য সহায়তা দেওয়ার পাশা পাশি এলাকার জনগনকে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য সর্বোচ্ছ স্বাস্থ্যবিধী মেনে চলার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সচেতনতার বিকল্প নেই এবং সাবর্ক্ষনিক পরিচ্ছন্ন থাকাই এই ভাইরাস প্রতিরোধের অন্যতম উপায়। তাই করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাভার মডেল থানায় নিজ উদ্যোগে চালু করেন হাত ধোয়ার বিশেষ ব্যবস্থা । থানার সামনে বেসিন বসিয়ে সেখানে সাবান সহ অন্যান্য পরিস্কারক লিকুইড রাখা হয়েছে।
তার নিজ উদ্যোগে এলাকার অনেক অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের কাছে খাদ্য সামগ্রী নিয়ে এগিয়ে এসেছেন প্রশাসনের এই কর্মকর্তা।
উল্লেখ্য তিনি সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দায়িত্ব নেওয়ার পরে সন্ত্রাস, মাদক, জঙ্গী নির্মুল ও বাল্য বিবাহ বন্ধে জিরো টলারেন্স নিয়ে এসেছেন এবং প্রশাসনিক অনেক বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করে আসিতেছে। করোনা ভাইরাস দৃর্যোগে জনগনের পাশে দাড়িয়ে প্রশংসায় ভাসছে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম সায়েদ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy