প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৯:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২১, ২:৫২ পি.এম
মাদক মাফিয়ারা,র্যাবের হাতে আটক ৯
মাদক মাফিয়ারা,র্যাবের হাতে আটক ৯
সোমেন সরকার
থেমে নেই মাদক মাফিয়াদের কারবার।চট্টগ্রাম নগর ও উপজেলায় পৃথক চার অভিযানে ৯ মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। এসময় তাদের কাছ থেকে ২৯ হাজার ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য সাড়ে ৮৮ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
শক্রবার (১৩ আগস্ট) কর্ণফুলী, সীতাকুণ্ড ও নগরের বাকলিয়ায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটক নয়জন হলো সিজ্জিল মিয়া (৩৩), শম্পা আক্তার শারমিন (২৮), জাহাঙ্গীর হোসেন রুবেল (২৭), হৃদয় জয় রানেল (১৮), ওয়াহিদ (২১), আলী আকবর (২৪), বেলাল উদ্দিন (৫৫), জালাল উদ্দিন (৫৮) ও আব্দুল কুদ্দুছ (৩৫)।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাক, ১টি পিকআপ ও ১টি মোটরসাইকেলও জব্দ করা হয়।র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।র্যাব জানায়,
শুক্রবার বিকেল ৫ টায় কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৬ হাজার ৪৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। এছাড়া একই এলাকায় পৃথক এক অভিযানে ৬ হাজার ৩৬০ পিস ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়।
অপরদিকে রাত ১১টায় নগরের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা, একটি পিক আপসহ ২ জনকে আটক করা হয়। অন্যদিকে সীতাকুণ্ড থানার ভাটিয়ারী এলাকায় অভিযানে ৬ হাজার ৬৬৫ পিস ইয়াবা ও একটি ট্রাকসহ দুইজনকে আটক করা হয়।র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বলেন,
অভিযানে আটক ৯ মাদক কারবারি ও উদ্ধার ইয়াবাসহ সংশ্লিষ্ট আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য মহানগর এবং জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy