মা ইলিশ রক্ষা ঃঃ
মাদারীপুর সংলগ্ন পদ্মায় জেলা প্রশাসকের রাতভর সাড়াশি অভিযান, আটক ৪২, বিপুল পরিমান জাল ধ্বংস, আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজামা ইলিশ মাছ রক্ষায় মাদারীপুরের শিবচর সংলগ্ন পদ্মা নদীসহ মুন্সীগঞ্জ,শরীয়তপুর অংশের নদীতে সাড়াশি অভিযান চালিয়েছে প্রশাসন। রাতভর চলা এ অভিযানের নেতৃত্ব দেন মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন। জেলা প্রশাসনের অনুরোধে অভিযানে আকাশে হেলিকপ্টার নিয়ে টহল দেয় বিমান বাহিনীর হেলিকপ্টার। এছাড়াও এ অভিযানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য, ম্যাজিস্ট্রেটরা এ অভিযানে অংশ নেন। মঙ্গলবার রাত ৯টা থেকে মধ্যরাত ৩ টা পর্যন্ত এ অভিযান চলে। মা ইলিশ রক্ষায় ৩টি ভাগে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পদ্মায় অভিযান চলছে। এদিন মা ইলিশ ধরায় ৪২ জেলেকে আটক করা হয়। ধ্বংস করা হয় বিপুল সংখ্যক জাল। জব্দকৃত ইলিশ বিতরন করা হয় এতিমখানায়। আটককৃতদের ৩৯ জনের ১০দিন করে জেল এবং ৩জনকে ৫ হাজার টাকা করে জরিমান করে ভ্রাম্যমান আদালত।
অভিযানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সানজিদা খানম, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা রিপন ঘোষ, ওসি আবুল কালাম আজাদসহ পুলিশের একাধিক টিম।
মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন বলেন, মা ইলিশ রক্ষায় শিবচর সংলগ্ন পদ্মা নদীতে সাড়াশি অভিযান চলছে। আমাদের অনুরোধে এ দিন বিমান বাহিনীর হেলিকপ্টারও অংশ নেয়। সাড়াশি অভিযানের কারনে নদীতে মাছ শিকারীদের সংখ্যা কমে এসেছে। অভিযান ৩ টি ভাগে প্রতিদিন অব্যাহত থাকবে।