কাজী চঞ্চল মাগুরা জেলা প্রতিনিধিঃ
মহম্মদপুর উপজেলার বাবুখালী বাজারে “”নাহার চিকিৎসালয়ে”” দীর্ঘ দিন যাবত সুনামের সাথে সেবা দিয়ে আসছে এম, নাঈম হাসান(বাবলু)।
মানবতার কল্যানে কাজ করবে এবং সকল জনসাধারণ এবং আমজনতা সেবা দেবে এমন প্রত্য় বুকে ধরে সেবা দিয়ে আসছে।
তারই পরিপেক্ষিতে আজও প্রমান করলেন মানবতার সেবাই এম নাঈম হাসান(বাবলু )।
আজ বিনেদপুর থেকে বাবুখালী যাত্রী নিয়ে আসে ভ্যান চালক, মোঃ সোহরফ মোল্লা(৭৫),পিতাঃ মৃতঃ সেকেন্দার মোল্লা।
বাবুখালী বাজারে পূর্বপাশে সমতল থেকে উচু রাস্তা অতিক্রম করার সময় ভ্যান এর গতি কমে যাওয়া ভ্যানটি পিছনের দিকে চলে আসে। যার ফলে ভ্যান চালক মোঃ সোহরফ মোল্লা(৭৫) এর একটি পা ভ্যানের চেইন এর মধ্যে চলে যায়, পরবর্তিতে তার পা কেটে ক্ষত হয়।
দেখতে পেয়ে, বাবুখালী বাজারে কলা ব্যাবসায়ী মোঃ হক অসুস্থ অবস্থায় তাকে নিয়ে আসে পল্লী চিকিৎসক, এম নাঈম হাসান(বাবলু)এর চেম্বারে।
সেখান থেকে বিনা মূল্যে বা বিনা পারিশ্রমিকে তাকে যথাযথ চিকিৎসা এবং পা সেলাই দিয়েছে এবং চেম্বারে নিরাপদে বিশ্রাম এর ব্যাবস্থা করে দেন।
আহত, সোহরফ মোল্লা (৭৫)বিনেদপুর ইউনিয়ানের তল্লাবাড়ে গ্রামের মৃতঃ সেকেন্দার মোল্লার ছেলে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..