মানবতার ফেরিওয়ালা হোসেনপুর উপজেলা প্রশাসন
প্রতিবেদক:তৌহিদুল ইসলাম সরকার,
একেই বলে ত্রাণ বিতরণ মানবতার ফেরিওয়ালা করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত সর্বোচ্চ লকডাউন বাস্তবায়নে ৬ষ্ঠ দিনের মাথায় কিশোরগঞ্জের জেলা হোসেনপুর উপজেলায় ঘোষিত সর্বাত্বক লকডাউনে দুঃখ-কষ্টে বন্দি শ্রমজীবি মানুষের খাদ্য কষ্টের দুর্দিনের কারনে অটোরিক্সাগুলোকে থামানো যাচ্ছিলো না। লকডাউন সফল করতে হোসেনপুর থানা পুলিশ ১০৫টি ব্যাটারি চালিত অটোরিক্সার বসার সীট আটক করেন। পরে আটককৃত অটোরিক্সা চলকদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা প্রশাসন ত্রান বিতরন করে অটোরিক্সার সীট ফিরিয়ে দিয়ে পরিবার-পরিজন নিয়ে ঘরে থাকার নির্দেশ দেন।
মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ মাঠে ১০৫ জন অটো চালকের মধ্যে ত্রান বিতরন করা হয়। ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে জন-প্রতি ১০ কেজি চাল,৫ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি পোঁয়াজ, ১ কেজি লবন ও ১ কেজি তেল বিতরণ করা হয়। চালকদের মধ্যে ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, সহকারী কমিশনার (ভূমি) আবুবকর সরকার, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোস্তাফিজুর রহমান, ওসি তদন্ত নূর হোসেন , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহিন প্রমূখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy