প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৫:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২১, ১২:৪৪ এ.এম
মানব জীবনে তরিক্বত চর্চার বিকল্প নেই ” চন্দনাইশে তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্সে আল্লামা সাবির শাহ (মা.জি.আ)
জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধিঃ
পীরে তরিক্বত,কায়েদে আহলে সুন্নাত,আল্লামা পীর সায়্যিদ সাবির (মা.জি.আ)বলেছেন,জাগতিক ও আধ্যাত্মিক কল্যাণ উৎকর্ষের লক্ষ্যে বর্তমান প্রজন্মের তরীক্বত চর্চার বিকল্প নেই।তরীকৃত চর্চার প্রাথমিক অপরিহার্য্যতা শরীয়তের পূর্ণ অনুসরণ করা,যা ছাড়া আধ্যাত্মিক উত্তরণ অসম্ভব।মানব মনে প্রবেশ করতে হলে মানুষকে পারস্পরিক হিংসা- বিভেদ ভুলে মানবিক চেতনায় উজ্জীবিত হতে হবে।ইসলামের সোনালী যুগে পীর -দরবেশগণ প্রেম - ভালবাসা ও সেবামূলক কর্মোদ্দীপনাকে ব্রত করেছিলেন । এগুলোর প্রতিষ্ঠার জন্য তিনি বিভিন্ন কর্মপন্থা যেমন - গাউসিয়া কমিটির সাম্প্রতিক মানবিক কর্মতৎপরতা ,“ দাওয়াতে খাইর ”কর্মসূচী,নিয়মিত প্রশিক্ষণ ও মানুষের হক ও অধিকতর বিষয়ক কর্মসূচীর উপর সবিশেষ গুরুত্ব আরোপ করেন।
গত ১ নভেম্বর চট্টগ্রামের চন্দনাইশ গাছবাড়িয়া সরকারি কলেজ ময়দানে গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্সে মাওলানা আবদুল গফুর খানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী,দক্ষিণ জেলা আ'লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী,ভাইস-চেয়ারম্যান মাও.সোলাইমান ফারুকী,মেয়র মাহবুবুল আলম খোকা, আ'লীগের কেন্দ্রীয় ত্রাণ উপ-কমিটির সদস্য আবদুল কাইয়ুম চৌধুরী,আনজুমান ট্রাস্ট্রের সিনিয়র ভাইস প্রেসিডেন্স মহসিন,সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারী আলহাজ্ব সামশুদ্দিন,জয়েন্ট সেক্রেটারী সিরাজুল হক , এসিসট্যান্স সেক্রেটারী এস এম গিয়াস উদ্দীন শাকের, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী অধ্যাপক কাজী সামশুর রহমান,গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান পেয়ার কমিশনার সাধারণ সম্পাদক শাহজাদা ইবনে দিদার।
গাউসিয়া কমিটি কেন্দ্রীয়,জেলা, উপজেলা নেতৃবৃন্দ যথাক্রমে, মোসাহেব উদ্দীন বখতেয়ার, মাহবুবুল আলম,আবদুল্লাহ, তসকির আহামদ,জাহাঙ্গীর,কমর উদ্দিন সবুর,হাবিবুল্লাহ মাস্টার,হারুনুর রশিদ,নেজাবত আলী বাবুল,মোজাফফর ,আবদুল গফুর খাঁন,মেসবাহ উদ্দিন,নজরুল ইসলাম, চেয়ারম্যান যথাক্রমে হাবিবুর রহমান,আমিন আহমেদ চৌধুরী রোকন,আলমগীরুল ইসলাম চৌধুরী,চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড.দেলোয়ার হোসেন,সাংবাদিক যথাক্রমে আজিমুশ শানুল হক দস্তগীর, জাহাঙ্গীর আলম চৌধুরী।
মোরশেদুল আলমের সঞ্চালনায় তকরির পেশ করেন-মাও.আবদুল মান্নান,মাও.আবদুল ওয়াজেদ,মাও. আশরাফুজ্জামান আলকাদেরী , মাও.বদিউল আলম রেজভী প্রমূখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy