1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
মানসম্মত শিক্ষা নিশ্চিত করার দায়িত্ব  শিক্ষক সমাজেকে নিতে হবে 
রবিবার, ০৪ মে ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের বাঁশখালীতে ৩ হাজার পিস ইয়াবা সহ আটক ১ঃ মাদক পরিবহনে নিয়োজিত মোটর সাইকল জব্দ ট্রেনঃ পৃথিবীর সবচেয়ে আন্ডাররেটেড ঘাতকের রহস্য এবং “হ্যাবিচুয়াল কনফিডেন্স” চট্টগ্রামে ১৪ পিছ বিদেশী স্বর্নের বার সহ আটক ১ সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে ছেড়ে দিয়েছে আদালত আওয়ামীলিগের সময়ে আওয়ামীলিগের নেতা , বিএনপির সময়ে বিএনপির নেতা সেজে প্রভাব বিস্তার করার চেষ্টা ! নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এলজিইডি কুমিল্লার মতবিনিময় কলেজ ছাত্র আব্দুল আলীম হত্যার প্রতিবাদে মানববন্ধন ! সাভারে বিরুলিয়ায় নিহত নারী ছিলেন অন্তঃসত্ত্বা : স্বামী গ্রেফতার । ফেসবুকে মানহানিকর লেখা প্রচারের অভিযোগ এনে এক কোটি টাকার মানহানি এবং হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসানের বিরুদ্ধে অভিযোগ সংবাদ সম্মেলন এক নারী।

মানসম্মত শিক্ষা নিশ্চিত করার দায়িত্ব  শিক্ষক সমাজেকে নিতে হবে 

  • আপডেট টাইম : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ৩.২৪ পিএম
  • ১৭৬ বার পঠিত
নিরঞ্জন মিত্র (নিরু) ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার জেলার মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের উদ্দেশ্য করে বলেছেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার দায়িত্ব আমাদের শিক্ষক সমাজেকেই নিতে হবে।
শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের ভূমিকা হবে নিজ সন্তানের মতো। তিনি বলেন, শিক্ষার্থীদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা শিক্ষকদের নৈতিক দায়িত্ব। আমরা চাই ফরিদপুরে নতুন প্রজন্মকে মানসম্মত শিক্ষায় গড়ে তুলতে। ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে,(১৮ এপ্রিল) মঙ্গলবার সকাল ১১ টায় শহরের অম্বিকা মেমোরিয়াল হলে জেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে করণীয় শীর্ষক কর্মশালায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক কর্মশালায় শিক্ষকদের উদ্দেশ্যে আরো বলেন, স্মার্ট ফরিদপুর  গড়তে হলে শিক্ষার্থীদের যুগোপযোগী মানসম্মত শিক্ষা গ্রহণ করতে হবে। তিনি বলেন, আপনি একজন শিক্ষক কবে একটি নিয়মে অংক শিখে পাস করেছেন।
অতীতের পাস নিয়ে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেওয়া সম্ভব নয়। বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের কমপক্ষে সাত আটটি নিয়মে অংক শিখাতে হবে। সেজন্য আপনাদের পাঠ দানের পাশাপাশি শিক্ষা চর্চা করতে পারলে মানসম্মত শিক্ষায় নিশ্চিত করতে পারবেন বলে জানান জেলা প্রশাসক।
ফরিদপুর জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল এর সভাপতিত্বে, কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আশেকুল হক, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, প্রফেসর মোঃ শাহজাহান,
রাসিন সংস্থার  নির্বাহী পরিচালক ও নারী নেত্রী আসমা আক্তার মুক্তা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিসি অফিসের শিক্ষা ও কল্যাণ শাখার সহকারী কমিশনার মোঃ ইয়াছিন আরাফাত রানা এবং কর্মশালায় প্রথম পর্বে পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল আকন ।
এসময় ফরিদপুর সদর উপজেলাসহ ৯ টি উপজেলার শিক্ষক মন্ডলী, সরকারি বেসরকারি কর্মকর্তা, সুশীল সামাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিক সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে গুণগত শিক্ষা মূল্যায়নের সর্বজনীন কিছু নির্দেশকা তুলে ধরেন অনুষ্ঠানের অংশীজনরা। এগুলোর ভিত্তিতে গুগণত শিক্ষা অর্জনে ও টেকসইকরণে কিছু সাধারণ পূর্বশর্ত পূরণ প্রয়োজন। এগুলোর মধ্যে  বৈষম্যহীন সমন্বিত শিক্ষা, আধুনিক ও আন্তর্জাতিক মানের শিক্ষাকার্যক্রম, মানসম্মত ও পেশার প্রতি অঙ্গীকারবদ্ধ শিক্ষক সমাজ, ম্যানেজিং কমিটির ভূমিকা, অভিভাবকদের ভূমিকা, বিদ্যমান আইন বিধি-বিধানের প্রযোজ্যতা ‌ও তার সংস্কার, জন- প্রতিনিধিদের ভূমিকা, সুশীল সমাজের ভূমিকা, শিক্ষক শ্রেণিকক্ষে মনোযোগ না দিয়ে কোচিং বাণিজ্যের দিক থেকে বেরিয়ে আসাসহ প্রাইভেট কোচিং সেন্টারের বিভিন্ন বিষয় নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews