রেখা মনি নিজস্ব প্রতিবেদকঃ
মানসিক চাপ কমাতে কান্নাঘর
আপনার প্রচণ্ড কান্না পাচ্ছে? মানসিকভাবে অসুস্থ বা চাপ অনুভব করছেন? হয়তো ভাবছেন, কিছুটা সময় নিরিবিলি কাঁদতে পারলে মনটা হালকা হয়ে যাবে। এমন সুযোগ পাওয়া যাবে সরকারিভাবেই। তৈরি করা হয়েছে তেমনই একটি ঘর, যার সামনে নোটিশে লেখা আছে, ‘প্রবেশ করো এবং কাঁদো’। মিষ্টি গোলাপি রঙের আরেকটি নোটিশ বোর্ডে লেখা- ‘আমি উদ্বেগের মধ্যে আছি’। ঘরের এক কোণে একটি ফোনও রাখা আছে। সেখানে হতাশা কাটাতে মনোবিদসহ যাদের সঙ্গে কথা বলা প্রয়োজন তাদের ফোন নম্বর দেওয়া আছে। তবে কোথায় এমন ঘর? স্পেনের রাজধানী মাদ্রিদে আছে বিরল এই কান্নাঘর। সেন্ট্রাল মাদ্রিদের একটি ভবনে ‘লা লরেরিয়া’ নামের এই ঘর তৈরি করা হয়েছে নাগরিকদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নের জন্য। দেশটিতে প্রাকৃতিক দুর্যোগের পর অধিক মৃত্যুর কারণ- আত্মহত্যা।
মাদ্রিদে থাকেন সুইডিশ শিক্ষার্থী জন নেলসম। তিনি বলেন, মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে এ ধরনের কান্নাঘর তৈরির পরিকল্পনা অভিনব। বিশ্বের বিভিন্ন দেশের মতো স্পেনেও কান্নাকে একধরনের দুর্বলতা বা অস্বস্তিকর ব্যাপার হিসেবে বিবেচনা করা হয়। এই অবস্থা থেকে নাগরিকদের স্বাভাবিক করে তুলতে একটি প্রকল্পের জন্য সম্প্রতি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ১১ কোটি ৬০ লাখ ডলার বরাদ্দ দিলে এই কান্নাঘর তৈরি করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy