1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
মানসিক ব্যস্ততার মাঝে মনের প্রশান্তিতে ঘুরে আসুন “বেতুয়া প্রশান্ত পার্ক “থেকে
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন

মানসিক ব্যস্ততার মাঝে মনের প্রশান্তিতে ঘুরে আসুন “বেতুয়া প্রশান্ত পার্ক “থেকে

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১, ৩.১৩ এএম
  • ৪৪০ বার পঠিত
নাদিম হোসেন খানঁ,(চরফ্যাশন-ভোলা) প্রতিনিধিঃ দ্বীপ জেলা চরফ্যাশন উপজেলার উত্তাল মেঘনার কোল ঘেষে তৈরি হয়েছে প্রকৃতির এক অপরুপ “বেতুয়া প্রশান্তি পার্ক”
ভৌগলিক অবস্থান, প্রাকৃতিক সুন্দর, নদী বেস্টিত এবং সাগরের নৈকট্য এক ভিন্নরকম সৌন্দর্যের স্বাদ দেবে ভ্রমণ পিপাসুদের। ইতোমধ্যে এখানকার নতুন জেগে ওঠা চরগুলো প্রকৃতিপ্রেমীদের কাছে প্রিয় হয়ে উঠেছে। এখানে আসলে চোখ বুঝে একবার গায়ে সামুদ্রিক ফ্রেশ বাতাস মাখার জন্য এবং মনকে প্রশান্তির পরশ দিতে ছুটে আসেন প্রশান্ত পার্কে ৷ এখানে বসে সূর্যোদয়ের দৃশ্য, মেঘনা নদীর মন মাতানো ঢেউয়ের খেলা, নদীর পাড়ের অন্যরকম দৃশ্য, মেঘনা নদীতে জেলেরা ইলিশ মাছ শিকারের দৃশ্য আর রাতের আঁধারে মনোরম আলোক সজ্জার দৃশ্য দেখে মন কেড়ে নেয় ঘুরতে আসা সকল মানুষের । দক্ষিণে সাগর মোহনার বিচ্ছিন্ন দ্বীপ কুকরি-মুকরি, ঢালচর, তারুয়া সৈকত প্রাকৃতির এক অপার সৃষ্টি এবং পার্কের পুর্ব দিকে মনপুরা দ্বীপ ।
যার একান্ত প্রচেষ্টায় আজ চরফ্যাশন উপজেলা, আধুনিক উপজেলা হিসেবে বাংলাদেশে পরিচয় বহন করেছে তিনি স্থানীয় জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব৷ এ বিষয়ে যুব ও ক্রিয়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি’র নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি চরফ্যাশন কে রাজধানী করতে পারবো না ঠিকই, তবে রাজধানীর মানুষদের আমাদের চরফ্যাশন-কে দেখতে আসতে হবে। ভোলা জেলার চরফ্যাশন উপজেলা কে আমি একটি আধুনিক ও দৃষ্টিনন্দন উপজেলা হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি।
বেতুয়া প্রশান্তি পার্কে ঘুরতে আসা ইনামুল হাসান ইকরাম ও মোঃ রিসাদ জানান, ভোলার বিভিন্ন স্থানে ঘুরেছি এবার চরফ্যাশন বেতুয়া প্রশান্তি পার্কে ঘুরতে এসেছি। আমরা পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে ঘুরছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews