মানিকগঞ্জে এবি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সদ্য বরখাস্তকৃত ব্যাংক কর্মকর্তা ফয়সাল আলম সিহাবকে (২৪) গ্রেফতার করেছে সিআইডি।
আজ সকাল সাড়ে ১১টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর মানিকগঞ্জের বিশেষ পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
জানা গেছে, এবি ব্যাংকের সিংগাইর উপজেলার পারিল শাখায় শিক্ষানবীশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন ফয়সাল আলম সিহাব। সেখান থেকে প্রতারণার মাধ্যমে এক কোটি ৩০ লাখ টাকা হাতিয়ে নেন সে। সিআইডি ফয়সালকে ৩৫ লাখ ৭৮ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়।
অপেশাদারি কার্যকলাপের জন্য ৫ জুলাই দায়িত্ব থেকে ফয়সালকে বরখাস্ত করে ব্যাংক কর্তৃপক্ষ। বিষয়টি গোপন রেখে এর দুই দিন পরে ব্যাংকের অন্য কর্মকর্তার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এবি ব্যাংকের উত্তরা শাখার একটি ভুয়া অ্যাকাউন্টে এক কোটি ৩৭ লাখ টাকা জমা করেন তিনি।
এক সহযোগীর মাধ্যমে সেখান থেকে ৫০ লাখ টাকা উত্তোলন করে গাড়ি বিক্রেতার অ্যাকাউন্টে দিয়ে দুইটি নতুন গাড়ি ক্রয় করে ফয়সাল। প্রতারণার বিষয়ে গত ১০ জুলাই সিংগাইর থানায় ফয়সালসহ চারজনকে আসামি করে অভিযোগ করেন এবি ব্যাংকের পারিল শাখার ব্যবস্থাপক আরিফ আহমেদ। পরে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।
মামলাটির তদন্ত দায়িত্ব পেয়ে সিআইডি কর্মকর্তারা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ক্রয়কৃত নতুন গাড়ি দুইটি ঢাকার ঝিগাতলা থেকে ১৮ জুলাই উদ্ধার করেন। আর এই কাজে সহায়তার জন্য একই দিনে গ্রেফতার করা হয় মুত্তাকিন আহমেদ সিয়াম নামের ফয়সালের এক বন্ধুকে।
গত ২৬ জুলাই রাতে সিংগাইরের নিজ বাড়ি থেকে গ্রেফতার প্রধান আসামি ফয়সালকে। এসময় তার বাড়ি থেকে উদ্ধার করা হয় ৩৫ লাখ ৭৮ হাজার টাকা।
বাকি টাকাগুলো উদ্ধার এবং প্রতারণার সাথে জড়িত সকল ব্যক্তিকে গ্রেফতার অভিযান চলছে বলে জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকী। আজ ফয়সালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy