মুজাহিদ হোসেন, জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁর মান্দায় রাস্তার পাশের একটি ডোবা থেকে বিনয় চন্দ্র দাস(৪২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত বিনয় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কুড়কুচি গ্রামের বিরেন চন্দ্র দাসের ছেলে।
শুক্রবার(১৫ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে মান্দা থানা পুলিশ নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক এবং থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতের পরিবার এবং স্থানীয় ইউপি সদস্য নিতাই চন্দ্র জানান, নিহত বিনয় চন্দ্র দাস কিছুটা মাদকাসক্ত ছিলেন। বিকেলে প্রতিমা বিসর্জ্জনের পরে তিনি ঘটনাস্থলের পাশে রাস্তায় মাদকাসক্ত অবস্থায় বসে ছিলেন।
রাতে বাসায় ফিরতে দেরি হওয়ায় তার স্ত্রী এবং ছোট ভাই খুঁজতে গিয়ে বাড়ির পাশের ডোবায় তার লাশ দেখতে পান। তাদের ধারনা সে বাসায় ফেরার পথে ডোবায় পরে গিয়ে আর উঠতে পারেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আজ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..