কেন্দ্রীয় বিএনপির নির্বাহীর কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান ছিলেন জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সহ সভাপতি। তার নেতৃত্বে ও আধিপত্যে এখন উপজেলায় তার বিকল্প কেউ নেই। এ কারণে দলের প্রায় সকল অংশের নেতাকর্মীরা রয়েছেন তার সাথে। তাকে নিয়ে গেল নির্বাচনে দলের সকল অংশ এক হয়ে কাজ করেছে। আগামীতেও দলীয় যেকোন কাজে তাকে সামনে রেখে কাজ করতে চান নেতাকর্মীরা। তবে রাজনীতিতে অবশ্যই বিকল্পের প্রয়োজন আছে এতে করে নেতাকর্মীদের মূল্যায়ন বাড়ে। এখন একক আধিপত্য থাকায় নেতাকর্মীদের মতামতের তেমন গুরুত্ব থাকেনা মান্নানের কাছে। রাজনীতিতে মান্নানের অবদান রয়েছে তবে উপজেলা বিএনপির নেতাকর্মীদের কাছে আশানুরুপ গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেননি তিনি।
তবে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাছে মান্নানের জনপ্রিয়তা রয়েছে। বিগত সময়ে নেতাকর্মীদের মামলায় জামিনের জন্য, কারাগারে থাকা নেতাকর্মীদের খোঁজ খবর নেয়া, নেতাকর্মীদের পরিবারের সদস্যদের খোঁজ নেয়াসহ অনেক কাজ তিনি নীরবে করেছেন। এসব কাজে তার বিরাগভাজন নেতাকর্মীরাও তার কাছে ঘেঁষেছেন। তবুও একজন নেতার উপর ভরসা করে এত বিশাল একটি উপজেলা না চালিয়ে বরং তার বিকল্প একজন নেতাকে উপজেলায় প্রস্তুত রাখতেই বিকল্প খুঁজে বের করার চেষ্টা করছেন নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy