আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
Facebook Twitter Instagram share
টাঙ্গাইলের মধুপুরে থানায় মামলা হওয়ার ৩ ঘন্টার মধ্যেই মূল আসামী সহ চোরাই মালা মাল উদ্ধার করেছেন মধুপুর থানা পুলিশ। ১৫ মে দিবাগত রাত্রী মধুপুর পৌরসভাস্থ উত্তরা আবাসিক এলাকার আব্দুল হালিম সরকারের ৪তলা বাসার তিনটি ইউনিটে চুরি হয়। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক কামাল এর দিক নির্দেশনায়
Surjodoy.com
এসআই (নিঃ)/ জুবাইদুল হক, এএসআইঃ(নিঃ)/মোস্তাইন বিল্লাহ সহ মধুপুর থানার চৌকশ পুলিশ টিমের সহায়তায় মামলা হওয়ার ৩ ঘন্টার মধ্যে মূল আসামীকে গ্রেফতার সহ চোরাইকৃত সকল মালামাল উদ্ধার করিয়া ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বলাবাহুল্য মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক কামাল এর সুদৃঢ় পরিকল্পনায় মধুপুর উপজেলায় হত্যা, অপহরণ, ডাকাতি, চুরি সহ যেকোনো অপরাধী নির্মূলে তার এবং তার চৌকস পুলিশ অফিসাদের সাফল্য
The Daily surjodoy
জন সাধারণের কাছে আলোচিত হয়ে উঠেছে। তাদের এই অক্লান্ত পরিশ্রমে আজ মধুপুর উপজেলাবাসী স্বস্তির নিঃশ্বাস নিতে
পাচ্ছে। যেকোন অভিযোগ সাধারণ মানুষ তার কাছে গিয়ে দিতে পাচ্ছেন আর অভিযোগ পাওয়া মাত্রই তিনি ঘটনাস্থলে নিজে অথবা তার অফিসারদের ঘটনার সত্যতা নিশ্চিত করার জন্য পাঠাচ্ছেন।
মধুপুরের সর্বস্তরের জনগণ আজ তার প্রতি আস্থাশীল ও সাদা মনের মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন।