
আর হাসান জেলা প্রতিনিধি খুলনাঃ
শিরোমণি মারকাজুল মুসলিমীন(বাএমলক-বালিকা) মাদরাসার ছাত্র-ছাত্রী ও অভিভাবক সম্মেলন-২১’ গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় মাদরাসা মিলানায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নূরানী তা’লীমুল কুরআন বোর্ডের চেয়ারম্যান শায়েখ আল্লামা ক্বারী কালিমুল্লাহ জামীল হুসাইন কাসেমী। সম্মেলনের মারকাজুল মুসলিমীন(বালক-বালিকা) মাদরাসার পরিচালক মুফতি রিয়াজ উদ্দিন খানের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন মারকাজুল মুসলিমীন মাদ্রাসার শিক্ষক মাওলানা সোহেল সাদী। বক্তৃতা করেন মুফতি ইব্রাহীম, হাফেজ আব্দুল শামছুল হক, মাওঃ আব্দুল ওয়াহিদ। সম্মেলনে মাদরাসার অচ্ছল ও দরিদ্র ৫০জন ছাত্র-ছাত্রীর মাঝে কোরআন বিতরণ করা হয়। মাদরাসার নুরানী(১ম শ্রেনী থেকে ৩য় শ্রেনী) ৬০জন, হিফজ বিভাগের আবাসিক অনাবাসিক ৬৫জন ছাত্র-ছাত্রী, জামাত মিজানের আবাসিক অনাবাসিক ৮০জনসহ মোট ২৫৫জন ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিল। ২০১৯ সালে প্রতিষ্ঠিত মাদরাসাটি তাদের কর্মকান্ডে ব্যপক জনপ্রিয়তা অর্জণ করা
এ জাতীয় আরো খবর..
Leave a Reply