রেখা মনি,নিজস্ব প্রতিবেদক
Facebook Twitter Instagram share
পবিত্র ঈদুল ফিতরের দিনে না ফেরার দেশে চলে গেলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আক্তারুল ইসলাম।
Surjodoy.com
শুক্রবার (১৪ মে) দুপুরে শ্বাসকষ্টজনিত কারণে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। (ইন্না…রাজিউন)।
The Daily surjodoy
আক্তারুল পীরগঞ্জ উপজেলার ভেলাতৈড় গ্রামের তৌফিকুল ইসলামের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
The Daily surjodoy
তৌফিকুল ইসলাম জানান, গতকাল বৃস্পতিবার তরমুজ খেয়ে হঠাৎ পেটের সমস্যা দেখা দেয় আক্তারুলের। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে ডাক্তারের পরামর্শে ওষুধ খেয়ে একটু সুস্থ হন। আজ ঈদের নামাজ আদায় করে দুপুরের দিকে জুমার নামাজ পড়তে যাওয়ার আগে আবার অসুস্থতা বোধ করেন তিনি।
The Daily surjodoy
এরপর অবস্থা গুরুতর হলে এবং শ্বাসকষ্ট অনুভব করলে হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলে। এ অবস্থায় বাড়িতেই তার মৃত্যু হয়।
বাদ মাগরিব পীরগঞ্জ ভেলাতৈড় জামতলী স্কুল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
The Daily surjodoy
এদিকে তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy