অনার্স-মাস্টার্স পরীক্ষার্থীদের জন্য মার্চের প্রথম সপ্তাহে পরীক্ষার্থীদের জন্য আবাসিক হল আংশিকভাবে খোলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রোভোস্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী গণমাধ্যমকে বলেন, কোভিড পরিস্থিতি বিবেচনায় নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে স্নাতকোত্তর ও স্নাতক ফাইনালের হলে অবস্থানকারী শিক্ষার্থীদের আবাসিকতার বিষয়টি বিবেচনায় নিয়ে মার্চের প্রথম সপ্তাহে অবস্থা গ্রহণের জন্য একটা প্রস্তুতি কার্যক্রম শুরু করেছি। আর এর তিনটি কারণ শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতির জন্য আগে থেকেই তথ্য দেওয়া, হলের ভেতরে যে আবশ্যিকতার যতগুলো বিষয় আছে সেগুলো সংযুক্ত করা এবং এটা নির্ভর করবে করোনার সংক্রমণ নিম্নগামী হওয়ার ওপর।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy