জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বিলম্ব ফি মওকুফের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় মার্চ থেকে ডিসেম্বর ২০২০-এর ধারাবাহিকতায় আগামী ২০ মার্চ পর্যন্ত স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের সব প্রকার বিলম্ব ফি মওকুফ করা হলো।
উল্লেখ্য, করোনার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সব প্রকার বিলম্ব ফি গত বছরের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত মওকুফ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যার মেয়াদ বাড়ল আগামী মার্চ পর্যন্ত।
Leave a Reply