মালয়েশিয়ায় মানব দেহের খুলি-হাড় উদ্ধার করলেন বাংলাদেশি
| ২৭ মে ২০২১ | ৮:০৪ পূর্বাহ্ণ
মালয়েশিয়ায় মানব দেহের খুলি-হাড় উদ্ধার করলেন বাংলাদেশি
FacebookTwitterShare
মালয়েশিয়ার পাম ওয়েল বাগান থেকে মানব দেহের একটি খুলি ও বেশ কয়েকটি হাড়ের টুকরো উদ্ধার করেছেন এক বাংলাদেশি নাগরিক।
মালয়েশিয়ার পেরাক রাজ্যের তেলুক ইন্তান জেলার বাতু ৫ এর জালান মাহারাজালেলা এলাকার সেরি ইন্তান ওয়েল পাম বাগান থেকে মানব দেহের একটি খুলি ও বেশ কয়েকটি হাড়ের টুকরো উদ্ধার করেছেন এক বাংলাদেশি নাগরিক।
surjodoy.com
স্থানীয় সময় বুধবার (২৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে মালয়েশিয়ার পেরাক রাজ্যের তেলুক ইন্তান জেলার বাতু ৫ এর জালান মাহারাজালেলা এলাকার সেরি ইন্তান পাম ওয়েল বাগানে কাজ করার সময় ওই বাংলাদেশী মানব দেহের খুলি ও বেশ কয়েকটি হাড়ের টুকরো খুঁজে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মানব দেহের খুলি ও হাড়ের টুকরোগুলো উদ্ধার করে।
The Daily surjodoy
হিলির পেরাক রাজ্যের জেলা পুলিশ প্রধান এসিপি আহমদ আদনান বাসরী জানান, সকাল সাড়ে ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলের আশেপাশের এলাকায় ক্লোজড সার্কিট ক্যামেরা অথবা সিকিউরিটি গার্ড না থাকায় (ডি-১০) ফরেনসিক ইউনিটের কর্মী ও পেরাক পুলিশ সদর দফতরের গোয়েন্দা কুকুর ইউনিট (কে-৯) ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ঘটনাস্থল থেকে ২২ টি নমুনা ও মাটির নমুনা সংগ্রহ করা হয়।
The Daily surjodoy
এসময় মাথার খুলি এবং হাড়ের টুকরোগুলি ময়নাতদন্তের জন্য স্থানীয় তেলুক ইন্তান হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, যারা পরিবারের একজন সদস্যকে হারিয়েছেন তাদের কে পুলিশের সাথে যোগাযোগ করার আহ্বান জানানো হয়। যাতে ভুক্তভোগীর পরিচয় খুঁজে বের করতে তদন্তে সহায়তা করা যায়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy