সোহেল রানা:
করোনাভাইরাস থেকে নিজেকে রক্ষা করতে সচেতনতার অংশ হিসেবে মুখে মাস্কের ব্যবহার অত্যাবশক। তাই সবাইকে সচেতন থাকার বার্তা পৌঁছে দিতে একটি আন্ত:গ্রাম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায়, খেলা পরিচালক ও খেলোয়ারা মাঠে খেলতে নামলেন মাস্ক পড়ে। এর আগে মাঠে নামার সময় সকল খেলোয়ারদের জীবানু নাশক স্প্রে করা হয়।
শুক্রবার এমন চিত্র লক্ষ্য করা গেছে ঠাকুরগাঁও রোড আক্চা মুন্সীপাড়া গ্রামের শামশিয়া সরকারি প্রাথমিক স্কুল মাঠে আন্ত:গ্রাম ফুটবল টিমের ফাইনাল খেলায়।
জানা যায়, আকচা মুন্সীপাড়া গ্রামের অভ্যন্তরে স্থানীয় খেলোয়ার ও শিক্ষার্থীদের সুস্বাস্থের কথা চিন্তা করে প্রতিনিয়ত ফুটবল অনুশীলন করা হতো। তারই ধারাবাহিকতায় আক্চা মুন্সিপাড়া আন্ত:গ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২০ অনুষ্ঠিত হয়ে আসছিলো প্রায় এক মাস ধরে। যেখানে গ্রামের ১৪ থেকে ৩০ বছর বয়সী খেলোয়ারদের ৫ টি দলে ভাগ করে টুর্নামেন্টটি পরিচালিত হয়ে আসছিলো। ওই টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার ১৪ আগস্ট বিকালে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়ে গেলো। যে খেলায় খেলোয়াররা মুখে মাস্ক ও জীবানু নাশক স্প্রে করে মাঠে প্রবেশ করার চিত্র লক্ষ্য করা গেছে।
খেলা পরিচালনা কমিটির সদস্যরা বলছেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে মাস্কের ব্যববাহর আবশ্যক। যেহেতু আমাদের এইটা আন্ত:গ্রাম ফুটবল টুর্নামেন্ট সেহেতু গ্রামের মা-বোনেরা ও ছেলেমেয়েরা বিনোদনের জন্য এ খেলা উপভোগ কতে মাঠে উপস্থিত হতো । আমরা চেষ্টা করেছি গ্রামের মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য এবং তাদের মাস্ক ব্যবহারের গুরুত্ব বোঝানোর জন্য। যাতে তারা সব সময় মাস্ক ব্যবহার করে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলে। খেলোয়াররা মাস্ক পড়ে খেলার চেষ্টাও করেছে খেলার মাঠে।
উল্লেখ্য যে, আক্চা আন্ত:গ্রাম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা এই দিন বিকাল সাড়ে ৫ টায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল খেলায় শাপলা ফুটবল দল ২-০ গোলে দোয়েল ফুটবল দলকে পরাজিত করেছে। পরে খেলা শেষে খেলায় আমন্ত্রিত অতিথিগণ চ্যাম্পিয়ন ও রানার্আপ দলকে পুরুস্কার তুলে দেন।
উক্ত ফাইনাল খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও পৌরসভার ১০ নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী মো: আলমগীর হোসেন সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী মো: আনোয়ার হোসেন, মো: আব্দুস সামাদ সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।