করোনাভাইরাসে আক্রান্ত মায়ের বুকের দুধ থেকে শিশুরা সংক্রমিত হয় না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস শুক্রবার জানান, তারা খুব সতর্কতার সঙ্গে বিষয়টি নিয়ে গবেষণা করেছেন। আমরা জানি কভিড-১৯ রোগে শিশুদের ঝুঁকি কম। কিন্তু অনেক রোগ আছে যেগুলো তাদের জন্য উচ্চ ঝুঁকির কারণ, মায়ের বুকের দুধ এসব প্রতিরোধ করতে পারে। প্রাপ্য সব প্রমাণের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ হল কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকির চেয়ে বুকের দুধ পান করানো বেশি গুরুত্বপূর্ণ। সংস্থাটির প্রজনন স্বাস্থ্য এবং গবেষণা বিভাগের সিনিয়র উপদেষ্টা অংশু ব্যানার্জি বলেছেন, ‘বুকের দুধে ভাইরাসের অসম্পূর্ণ অংশ শনাক্ত হয়েছে। এগুলো জীবিত নয়।’
‘এখন পর্যন্ত আমরা বুকের দুধে সক্রিয় ভাইরাস শনাক্ত করতে পারিনি। তাই বুকের দুধ থেকে শিশুদের আক্রান্ত হওয়ার নজির এখনও কোনও নেই।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy